Business

MDMDR §©EHM§XDG
_

@mmrshohan I PH— 01636092323

 

Breaking News

Recent Posts

Tuesday, November 29, 2016

১০টি ‘নোংরা’ কাজ যা মেয়েরা লুকিয়ে করে থাকে

‘নোংরা’ মানে... উমমম... আপনি যা ভাবছেন তা না-ও হতে পারে। কিন্তু মেয়েদের এইসব অপ্রকাশ্য অভ্যেসের কথা জানলে অনেকেরেই গা একটু ঘিনিয়ে উঠবে।




সাধারণভাবে মেয়েদের তো পরিচ্ছন্নতার প্রতিমূর্তি হিসেবেই দেখা হয়। কিন্তু মেয়েদের ব্যক্তিগত জীবনে উঁকি মারলে দেখা যাবে অনেকরকম ‘নোংরা’ কাজে তারাও লিপ্ত হয়। ‘নোংরা’ মানে... উমমম... আপনি যা ভাবছেন তা না-ও হতে পারে। কিন্তু মেয়েদের এইসব অপ্রকাশ্য অভ্যেসের কথা জানলে অনেকেরেই গা একটু ঘিনিয়ে উঠবে। এখানে রইল সেরকমই ১০টা অভ্যাসের কথা—
১. যতক্ষণ না মাস্কারা গুঁড়ো হয়ে ঝরে পড়ছে, ততক্ষণ পর্যন্ত সেই মাস্কারা না তোলা।
২. যতক্ষণ পরা স্বাস্থ্যকর, তার চেয়ে অনেক বেশিক্ষণ একই স্যানিটারি ন্যাপকিন পরে থাকা।
৩. একই ব্রা দীর্ঘদিন ধরে পরে থাকা।
৪. ব্রা খোলার আগে খুঁটে খুঁটে গায়ের ময়লা তোলা।
৫. ঢাকা হারিয়ে ফেলা লিপস্টিক দীর্ঘদিন ব্যবহার করা।
৬. খুঁটে খুঁটে নখের ভিতর জমে থাকা ময়লা তোলা।
৭. গোড়ালির শুকনো চামড়া ছেঁড়া।
৮. দীর্ঘদিন মেক আপ ব্রাশ না ধোয়া।
৯. টানা হপ্তা খানেক চুলে শ্যাম্পু না করা।
১০. নেল পালিশ খুঁটে খুঁটে তুলে মেঝেতে শুকনো অংশগুলো ছড়িয়ে রাখা।
  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment